মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক-হানাদার বাহিনীর দোসরদের দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তান, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ভাটিখাইন গ্রামের যীশু কুমার আচার্য্য ছোট বেলা হতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন সমর্থক। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আছে আস্থা ও বিশ্বাস । ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ, পটিয়া সরকারী কলেজ শাখার সদস্য ছিল। পরবর্তীতে যুবলীগের রাজনীতিতে কিছুটা সম্পৃক্ত হন। অত:পর ২০১০ সনে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ¦ শহিদুল আলম এর হাত ধরেই ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ এর একজন সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থেকে রাজপথে, মাঠে-ময়দানে, মিছিল-মিটিং-এ এবং ফেসবুকে দলের পক্ষে কাজ করে আসছেন। কর্ম জীবনে চাকুরির পাশাপাশি পড়ালেখার প্রতি ঝোক ছিল। ফলে আইনজীবী হওয়ার উদ্দেশ্য নিয়ে ২০০৯ সনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ভর্তি হয়ে কৃতিত্বের সনে ২০১১ সনে এলএল.বি ডিগ্রী অর্জন করেন এবং যথারীতি ২০১৩ এডভোকেটশীপ এম.সি.কিউ; লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃর্তিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পটিয়া আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করে আইন পেশায় প্র্যাকটিসরত ছিলেন । ২০১৪ইং সনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম”এর সদস্য পদ লাভ করেন। এছাড়াও চট্টগ্রাম লইয়ার্স ফেন্ডস ক্লাব, আইনজীবী বিজয়া সম্মিলনী পরিষদ, পটিয়া আইনজীবী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠনে যুক্ত হন। ২০১৪ইং সন হতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বপক্ষে কাজ করতে গিয়ে এবং ফেসবুকে দলের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র ও চক্রান্তে পড়ে অত্যন্ত মানসিক চিন্তাগ্রস্থ হয়ে ২০১৭ সনের ২১শে নভেম্বর হার্ট এ্যাটাক করে। অর্থের অভাবে হার্টে রিং পড়তে বা অপারেশন করতে পারে নাই। ফলে যথারীতি আইন পেশায় প্র্যাকটিস চালিয়ে যেতে পারে নাই। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত মানবেতর জীবন অতিবাহিত করে আসছেন। মানবিক বিবেচনায় কর্মসংস্থান”এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে একখানা দরখাস্তে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সুপারিশ ও স্বাক্ষর নিয়ে উহা গত ১০/১০/২০২২ইং তারিখে প্রেরণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় উক্ত দরখাস্ত গত ১২/১০/২০২২ইং তারিখে গ্রহণ করে। উক্ত দরখাস্তের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অদ্যাবধি দু:স্থ সাংবাদিক যীশু কুমার আচার্য্য-কে কর্মসংস্থান দিয়ে মানবেতর জীবন-যাপন হতে মুক্তি দেয় নাই। এমতাবস্থায় উক্ত যীশু কুমার আচার্য্য বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নিকট সবিনয়ে ও অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করেন যে, সহসায় যেন তাকে কর্মসংস্থান দিয়ে আর্থিক দৈন্যতাসহ মানবেতর জীবন-যাপন হতে মুক্ত করেন। বঙ্গবন্ধু কন্যার তদ্রুপ উদারতা, মানবতার জন্য তিনি চিরকাল উনার নিকট ও সংশ্লিষ্টদের নিকট ঋণী হয়ে থাকবেন।