ঈদ বার্তা
শামসুন্নাহার সুমা
ঈদ ঈদ ঈদ এলো সারা দুনিয়ায়
খুশির জোয়ার আনল বয়ে মনের আঙিনায়
সারা মাস সিয়াম সাধনের পরে
মুমিনের দ্বারে এলো একটা দিন
ঈদুল ফিতরের দিন।
ইহলোকবাসী আনন্দে ভাসে
ঈদের ইমেজে
পরলোকবাসী কাঁদে হায়
রোজা শেষ হওয়াতে
তবুও রইনা থেমে কারো জন্যে
সময়ের সন্ধিক্ষণ,
হিমেল হাওয়ায় ভেসে আসে
মন মাতিয়ে এ আনন্দক্ষণ।
ধনী -গরিব সকলেই
ছুটে আসে নাড়ীর টানে
দূর-দূরান্ত থেকে-
হাজারো বাঁধা পেরিয়ে
পরিবারের সাথে মিলনের এ একটা দিন
ঈদের দিন।
নতুন পোশাক,মেহেদী পরে
ফিরনি,সেমাই,পায়েস খেয়ে
হৈ-হুল্লোড় করে -মাঠে-ময়দানে
ছুটবো মোরা কোলাকুলি করে
মাসজিদেরই দ্বারে দ্বারে
হিংসা,বিদ্বেষ ভুলে
হাতে হাত রেখে
ধনী-গরিব, সুখী – দুঃখী
ভেদাভেদ না করে
মিলিত হয় এই একটা দিন
ঈদের দিন