দেশজুড়ে

৩৩ বছরেও জমির দখল নিতে না পেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৮:৪০

৩৩ বছর আগে ক্রয় করা জমির দখল না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মোঃ আফজাল হোসেন নামে এক ভুক্তভোগী।

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কদমগাঁছী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে
ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দূর্গাদহ বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং তার ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফজাল হোসেন জানান, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রাম পালিবাড়ি এলাকার মৃত রামেশ্বর মাঝির ছেলে
শ্রীঃ যগেশ্বর মাঝির কাছ থেকে পাইকড়দাড়িয়া মৌজার দূর্গাদহ বাজারের রাস্তার পশ্চিম পাশে ৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলের আট দিনের মাথায় দিওর গ্রামের মতলেব উদ্দিন সরকার একটি ভুয়া ও জাল দলিল বের করে উক্ত জায়গাটি জবর দখল নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। সন্ত্রাসী বাহিনী আমাকে জমিতে প্রবেশ করতে বাধা দেয়, আমি প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।
পরে এ বিষয়ে আমি জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করি, কিন্তু বিবাদীর প্রভাবশালী অবস্থানের কারণে পুলিশ অভিযোগটি আদালতে প্রেরণ করে।

দির্ঘদীন মামলা চলার পর বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন। পরবর্তিতে বিবাদী নারাজি দিলে নিন্ম আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত চার দফায় মর্কদমা চললে সবকটিতেই আমার ক্রয়কৃত দলিল ও যাবতীয় কাগজ পর্যালোনা পূর্বক আদালত আমার পক্ষে রায় দেন। সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকেও আমি ২০২২সালে আমার পক্ষে রায় পাই। এরপর আদালত থেকে আমার জমিটি আমি দখল নেওয়ার জন্য ২৪/০৪/২২ইং তারিখে অনুমতি পেলেও বিবাদী প্রভাবশালী হওয়ায় তৎতালীন সময় শৈরাচার আওয়ামী ফ্যাসিষ্ট দলের নেতাকর্মি ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাকে উক্ত জমি দখলে বাধা প্রদান করে।

শেষে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, আমি সরকারের কাছে অনুরোধ জানাই, দ্রুত আমার জমির দখল আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

আরও খবর