দেশজুড়ে

৩১ দফা বাস্তবায়ন হলে সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন হবে

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৯ অক্টোবর ২০২৫ , ১০:১০:২৫

বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে। দেশের কৃষক,শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত হবে বলে জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর বাজারের ব্যবসায়ী,ক্রেতা ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কথা গুলো বলেন।

আনিসুল হক আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমি দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম জনগনের ভালোবাসা নিয়ে। জনগনের আস্থাই সবচেয়ে বড় শক্তি,সাহস আর আগামী দিনের পথ চলার প্ররনা।

তিনি আরও বলেছেন,হাওর অঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থা আমাকে সবসময় অনুপ্রেরণা জোগায়। আল্লাহ চায় আর সুনামগঞ্জ ১ আসনে দল আমাকে মনোনয়ন দিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব আপনাদের সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে। যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

সমাবেশ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত এর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল ও যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ বাপ্পী হাসান প্রমুখ।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর