চট্টগ্রাম-জেলার হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি).মনজুর কাদের ভূঁইয়া যোগদানের ২২ দিনে গ্রেপ্তার ৮৪। গত (৮ সেপ্টেম্বর) তিনি হাটহাজারী মডেল থানার (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার পরের গল্প এখন থানার মানুষের মুখে মুখে। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি থানার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আইন শ্রিংলা কমিটির যেকোন অনুষ্ঠানে উৎসাহী উপস্থিতিই প্রমাণ দেয় তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র ১ মাস পূর্বে
হাটহাজারী থানার (ওসি) হিসেবে যোগদানের পর হাটহাজারীবাসীর মন জয় করে নেন। হাটহাজারী থানার সর্বস্তরের মানুষের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হন (ওসি),মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি তার মেধা-মননে একজন সুদক্ষ পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছেন।এ ছাড়াও তিনি সন্ত্রাস ডাকাত কিশোর গ্যাং রোধ,নিয়মিত হাটহাজারী
সদর ষ্টেশন মনিটরিং,বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে সন্ত্রাস কিশোর গ্যাং সহ হাটহাজারী থানার সকল অপরাধ বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন, থানা সূত্রে জানা যায় তিনি যোগদানের পর থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত হাটহাজারী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৮৪ জনকে। এসময় মাদক, ধারালো অস্ত্র ও গাড়ী উদ্ধার করা হয়। এর মধ্যে নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন, কাঃবিঃ আইনের ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে (জিআর) ৬ জন, নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কাঃবিঃ আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনালকোডের ২৯০ ধারায় ৫ জন ও পরোয়ানামূলে (জিআর সাজা) ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নাম্বারে নিবন্ধিত ১টি সিএনজি চালিত অটোরিকশা, টিপ গিয়ার ছুড়ি ৪টি এবং ধারালো লম্বা দা ৩টি উদ্ধার করে পুলিশ।এছাড়া সম্প্রতি উদযাপিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে পুলিশ। হাটহাজারী থানাধীন প্রতিটা পূজামণ্ডপে পুলিশের তৎপরতা ছিলো লক্ষণীয়। নতুন ওসি যোগদানের পর পুলিশের অভিযান ও পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ দেখে জনমনে স্বস্তি দেখা গেছে।দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে রটানো গুজবের খবর পেয়ে দ্রুত মণ্ডপ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া।গ্রেফতার ও মাদক, ধারালো অস্ত্র এবং সিএনজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আমি শুধুমাত্র আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এসবে জনমনে স্বস্তি দেখা গেলেও আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ আমি আরো বেশি আশাবাদী। আগামীতে এরচেয়ে বেশি কাজ করার চেষ্টা থাকবে আমার। তিনি আরো বলেন, হাটহাজারী থানার সকল জনসাধারণের ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আমার কর্মধারা সুপরিকল্পিত ভাবে অব্যাহত রাখতে পারবো বলে আশা করি।