মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৮:২৪
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে হাটহাজারী থানাধীন একটি মন্দিরের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বিষয়টি জানামাত্রই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভিডিওটির সাথে বাস্তবের কোনো মিল নেই। সরেজমিন তদন্তে পাওয়া তথ্যঃ-দাবিকৃত মন্দিরের মেঝেতে কোনো টাইলস নেই, অথচ ভিডিওতে টাইলস দেখা যায়। শুধুমাত্র দ্বিতীয় তলার একটি ছোট কক্ষে ভিন্ন ধরনের কিছু টাইলস আছে, যা ভিডিওর টাইলসের সাথে মিল নয়। ভিডিওতে দুর্গাপ্রতিমা দেখা গেলেও উক্ত মন্দিরে এখনও দুর্গাপূজার কোনো প্রতিমা স্থাপন করা হয়নি। শুধু একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে, যা ভিডিওর অস্থায়ী প্রতিমার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অনুসন্ধানে আরও জানা যায়, হাটহাজারী থানার অধীন এলাকায় এমন কোনো মন্দিরই নেই, যেটি ভিডিওর সাথে মিলে যায়।অতএব, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত। সকলকে অনুরোধ করা হচ্ছে—কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য। চট্টগ্রাম জেলা পুলিশ সাইবার জগৎ ও মাঠ পর্যায়ে সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।