সারাদেশ

সুনামগঞ্জ ১: ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থন তাহিরপুরে বিশাল মিছিল

  স্টাফ রিপোর্টার ‎সুনামগঞ্জ ১০ ডিসেম্বর ২০২৫ , ৭:০৪:২৭

সুনামগঞ্জ ১ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক এর সমর্থনে তাহিরপুর উপজেলার সদর বাজারে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুধু তাহিরপুর উপজেলায়ই নয় নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় ও ইউনিয়ন গুলোতে প্রতিদিনেই মিছিল করছেন বিএনপি নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের জনগণ আনিসুল হক এর পক্ষে।

আনিসুল হক মনোনয়ন পাওয়ার পর থেকেই
পথ সভা উঠান বৈঠক নিয়ে ব্যস্থ সময় পারছেন।

বিএনপি নেতা কর্মী সমর্থক গন জানান,যোগ্য প্রার্থীকে দল মনোনীত করেছে। আনিসুল হক দল,নেতা কর্মীদের জন্য নিবেদিত, শুধু তাই নয় সকল স্তরের মানুষের বিপদে আপদে সব সময় পাশে পাওয়া যায়। আন্দোলন সংগ্রামেও মাঠে ছিল আর নেতা কর্মীদের বুক দিয়ে আগলে রেখে,সাহস শক্তি ও অর্থ দিয়েও সহযোগিতা করেছেন।

তাকে সুনামগঞ্জ ১ আসনের জন্য মনোনীত করায় বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ যারা দায়িত্বে ছিলেন তাদের জন্য দোয়া৷ আনিসুল হক বিপুল ভোটে এই আসনে বিজয়ী হবে।

দীর্ঘদিন পর ভোট দিতে পারো আর আনিসুল হকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে অঙ্গিকার করেন সবাই।

তাহিরপুর সদর বাজারে উপজেলা সদরের আশ পাশের গ্রামের সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা গন উপস্থিত ছিলেন।

আরও খবর