সুনামগঞ্জ প্রতিনিধিঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৬:২১
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর ) বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য সফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন,আমরা রাজনীতিতে পজিটিভ ধারা প্রতিষ্ঠা করতে চাই। মানুষের মৌলিক অধিকার রক্ষাই আমাদের প্রথম অঙ্গীকার। যার যতটুকু অধিকার ও প্রাপ্য রয়েছে, তা নিশ্চিত করার মধ্য দিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে। আমরা সেই ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে চাই। সুনামগঞ্জের ১আসনের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, হাওরাঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা,
যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলিত। আমরা এ অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষা খাতে আধুনিকায়ন, স্বাস্থ্যসেবায় সহজপ্রাপ্তি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও মৎস্যসম্পদের সুরক্ষাসবই আমাদের অঙ্গীকারের অংশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ ও উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ।
বক্তারা বলেন, জনগণের কল্যাণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। হাওরবাসীর আর্তনাদ শোনার মতো নেতৃত্ব এখন প্রয়োজন।
সভায় তাহিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।