জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৫ , ১০:৪২:৫২
সাতক্ষীরা সীমান্তে মানবিক সেবার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। এ সময় সীমান্তবর্তী এলাকার গরিব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। মোট ১৫১ জন রোগী (পুরুষ ৫০ জন, মহিলা ৬৮ জন এবং শিশু ৩৩ জন) চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং সকলের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সীমান্ত এলাকার মানুষের পাশে থেকে বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।
তিনি আরও বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষাতেই নয়, সীমান্তবর্তী জনগণের কল্যাণেও কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির এই উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি এ ধরনের কর্মসূচি সীমান্ত এলাকায় জনগণ ও বিজিবির পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মত দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।