চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি ফিলিং স্টেশনের ট্রাকে গ্যাস রিফুয়েলিংয়ের সময় বিকট শব্দে একটি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গেছে পাম্পটির ক্যাশ কাউন্টারের জানালার কাঁচসহ আশপাশের বিভিন্ন জিনিসপত্র। এছাড়া আতহ হন ঐ ট্রাকের চালক, হেল্পার ও ৩ মাইক্রোবাস যাত্রী। ঘটনার পরপর তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় তীব্র আতংক দেখা দিলে প্রায় দেড় ঘন্টা গ্যাস রিফুয়েলিং বন্ধ রাখে কর্তৃপক্ষ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে পুনরায় কার্যক্রম শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স চট্টলা সিএনজি নামক ফিলিং স্টেশনে একটি ট্রাক গ্যাস রিফুয়েলিংয়ের জন্য আসে। একই সময়ে ট্রাকের পেছনে এসে দাড়ায় একটি মাইক্রোবাসসহ আরো নানান গাড়ি। ফিলিং স্টেশানের কর্মীরা ট্রাকে সিএনজি রিফুয়েলিং শুরু করলে অল্প সময় পরেই বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডারটি। এ সময় সিলিন্ডারের টুকরো উড়ে গিয়ে ভেঙে তছনছ হয়ে যায় ক্যাশ কাউন্টারের জানালাসহ আশপাশ। দুমড়ে যায় ট্রাকের সামনের অংশ। এতে ট্রাকের চালক-হেল্পার ও পেছনের মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার সময় আতংকে পাম্প থেকে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ির যাত্রী, চালক ও পথচারিরা। ফলে বন্ধ হয়ে যায় সিএনজি রিফুয়েলিং। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে ট্রাকটি সরিয়ে নিয়ে গেলে দেড় ঘণ্টা পর পুনরায় সিএনজি রিফুয়েলিং শুরু হয়।বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। ট্রাকের সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তারা তেমন গুরুতর নয় বলে জানান।এদিকে মেসার্স চট্টলা সিএনজির ম্যানেজার মো. জাহেদ বলেন, ট্রাকের সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণ হয়েছে। এতে গ্যাস রিফুয়েলিংয়ের মেশিন এবং ক্যাশ কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। শব্দে দুয়েকজন আতংকিত হলেও তারা গুরুতর আহত নন বলে দাবি তার।