আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫ , ১০:১৮:২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলিমের ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের ধনমন্ডি এলাকায় পৌর কমাউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
জেলা নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন, মরহুমের আব্দুল আলিমের জেষ্ঠ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন।
এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়র রহমান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম আব্দুল আলিমের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।