আন্তর্জাতিক

সাতক্ষীরা সীমান্ত থেকে ৪ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১২:২৯:৪০

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল ভারতীয় মদসহ চার কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি। সোমবার (০১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ হিজলদী, কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা বিওপি ও ব্যাটালিয়ন সদর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়- হিজলদী বিওপির বিশেষ টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার শিশুতলা আমবাগান এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা। কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দলের সদস্যরা গেড়াখালী ও কেঁড়াগাছি এলাকা থেকে ৪ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির সদস্যরা দক্ষিণ চান্দা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি বাঁশবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। সদর উপজেলার ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ দলের সদস্যরা দক্ষিণ তলুইগাছা বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে ৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ০.৮৯৫ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ৪ কোটি ৫৫ লাখ ৭ হাজার টাকা।৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করলে তা আটক করা হয়। এসব অবৈধ পণ্য দেশের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে রাজস্ব ঘাটতি তৈরি করছে।তিনি আরো জানান- উদ্ধারকৃত সমস্ত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর