দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্ত থেকে ৩৫ বোতল মদসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৬:০৮:৫৩

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ পাঁচ লাখ ৪২ হাজার টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ আগস্ট) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কুশখালী, হিজলদী, ঘোনা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া ও বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া উপজেলার মজুমদার এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া পৃথক অভিযানে ছয়ঘরিয়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, শিশুতলা থেকে ৩৫ হাজার টাকার শাড়ি, নাপিতঘাটা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, মজুমদার খাল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ, গোবিন্দকাঠি ও রায়ের বাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, গোয়ালপাড়া মাঠ থেকে ৩৫ হাজার টাকার ঔষধ এবং কাপালিপাড়া থেকে ৩৫ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া এবং মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর শেষে জনসম্মুখে ধ্বংস করা হবে।

আরও খবর