টপ টেন

সাতক্ষীরা সীমান্ত থেকে ১১ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২১:৩৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লাখ ৯১ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং সুলতানপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক বিওপির টহল দল পৃথক অভিযানে অংশ নেয়। এর মধ্যে- সুলতানপুর সীমান্তে ০৬ বোতল ও ভোমরা সীমান্তে ০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বৈকারী, মাদরা, কাকডাঙ্গা, গাজীপুর, চান্দুরিয়া, তলুইগাছা ও সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ আটক করা হয়, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সব মিলিয়ে মদ ও ঔষধসহ প্রায় ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচার করে। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মাদক দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

লালমনিরহাটের হাতিবান্ধায় র‌্যাবের অভিযানে ১৯’শ পিস ইয়াবাসহ আটক-১

চট্টগ্রামের বাঁশখালীতে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

খালিশপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেশের জনগন নির্বাচন চায়: জাকেরিন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যেগে কোর্স উদ্বোধন