সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২০ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও পোশাক আটক করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, ভোমরা, গাজীপুর, কুশখালী, বৈকারী ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার চারাবাড়ি এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই দিনে চান্দুরিয়া, কাকডাঙ্গা, ভোমরা, গাজীপুর, বৈকারী ও কুশখালী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও পোশাক আটক করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে পণ্য এনে শুল্ক ফাঁকি দিচ্ছে। এতে দেশের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
আটককৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে।