টপ টেন

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ প্রায় ১৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০০:১০

দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান দমন করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবির সূত্রে জানা গেছে, এদিন ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, গাজীপুর, তকুশখালী, কাকডাঙ্গা, মাদরা, কালিয়ানী, বৈকারী, ভোমরা, তলুইগাছা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ঔষধ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়, যার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬৫ হাজার টাকা।

অভিযানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চান্দুরিয়া বিওপির অভিযান। কলারোয়া থানার কাদপুর শ্মশ্বান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এছাড়া, তলুইগাছা বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, পদ্মশাখরা বিওপি সাতক্ষীরা সদর থানার বেড়িবাঁধ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপি কলারোয়ার ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, গাজীপুর বিওপি কলারোয়ার ইউনুসের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপি উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প কলারোয়ার লঙ্গলঝড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, বৈকারী বিওপি কলারোয়ার ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং ব্যাটালিয়ন সদর বিশেষ দল কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ৫ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

সব মিলিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও আনুমানিক ১২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ। ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক ও ঔষধ দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একইসাথে, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য দেশীয় শিল্পের ক্ষতি করছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের রাজস্ব রক্ষা এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা নিয়েই এ অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, সীমান্ত এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের দৌরাত্ম্য কমে আসবে।

আটককৃত মালামালের মধ্যে ভারতীয় ঔষধ ও অন্যান্য সামগ্রী সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ফেনসিডিল জমা করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

আরও খবর