জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৮:৪৬:৩৯
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিররোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুরিয়া, হিজলদী এবং কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ৩,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি জানায় উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।