জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫ , ১১:১১:২৬
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেলসহ প্রায় ১০ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ পদ্মশাখরা, ঘোনা, মাদরা, হিজলদী বিওপি, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন।
বিজেপির সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির পদ্মশাখরা বিওপির টহলদল সদর উপজেলার হাড়দ্দা ইছামতি নদীর পাড় এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা পাকা রাস্তা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ ৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অভিযানে আরও উদ্ধার করা হয়- সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ওষুধ, আমবাগান এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকার শাড়ি, রামের ডাঙ্গা এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ওষুধ, কলারোয়ার শিশুতলা এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ, রাজপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকার শাড়ি এবং সদর উপজেলার দাতভাঙ্গা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দ করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানিয়েছে বিজিবি।