জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ৯ অক্টোবর ২০২৫ , ৬:১৬:২৩
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কুশখালী, হিজলদী এবং কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির টহল দল কলারোয়া থানার রাজপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির দল রাজ্জাকের মোড় এলাকা থেকে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির টহল দল শ্মশান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির দল শিশুতলা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় আগরবাতি এবং ভোমরা বিওপির বিশেষ দল গোষপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির এক কর্মকর্তা জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনছিল। এসব অবৈধ পণ্য আমদানির কারণে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।