সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মদ ও প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) দিনভর পরিচালিত এ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ০৭ বোতল ভারতীয় মদসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, তাদের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, সুলতানপুর, মাদরা, কাকডাঙ্গা, কালিয়ানী ও চান্দুরিয়া বিওপির টহলদল আলাদা আলাদা অভিযান চালায়। এসব অভিযানে বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও মাদকদ্রব্য আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলদল মেইন পিলার-১৩/৩ এস এর ৭ আরবি হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দখলের মোড় এলাকা থেকে ০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে ভোমরা বিওপির টহলদল ঘোষপাড়া ও লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
একইভাবে সুলতানপুর, মাদরা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, কালিয়ানী ও চান্দুরিয়া বিওপির বিশেষ টহলদল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ উদ্ধার করে। এসব অভিযানে যথাক্রমে ৭০ হাজার, ৭০ হাজার, ২ লাখ ১০ হাজার, ২ লাখ ১০ হাজার, ৭০ হাজার ও ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।
সব মিলিয়ে বিজিবি মোট ৯ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছে। এতে দেশের স্থানীয় বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযান শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আটককৃত মদ সাধারণ ডায়েরীভুক্ত করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।