টপ টেন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৮:৪১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ সেপ্টেম্বর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া থানার বোয়ালিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপি’র দল বটতলা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপি সীমান্তের কেড়াগাছি ও কাকডাঙ্গা বাজার মোড় থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির পৃথক অভিযানে ছয়ঘরিয়া ও শ্মশ্বান এলাকা থেকে যথাক্রমে ৩৫ হাজার ও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। ভোমরা বিওপি ঘোষপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপি বর্মিতলা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।

সবমিলিয়ে মোট ৯ লাখ ৫৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এতে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এজন্য এসব চোরাচালানী পন্য আটক করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হবে।

আরও খবর