সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ২৬ আগস্ট ২০২৫ , ৬:০৭:০৯

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর, ঘোনা, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার মজুমদার খাল, গেড়াখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

এছাড়া, সুলতানপুর বিওপি তালসারি এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপি ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি তেতুলবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প লাঙ্গলজাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং বাকাল চেকপোস্ট বিওপি কালিয়ানী বাকাল ব্রিজ এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর সেগুলো ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

যশোরে বিজিবির পৃথক অভিযানে ৩৬ টি স্বর্ণের বারসহ আটক -৩

মেঘের সাথে, মেঘের সাজে সাজেকে হারিয়ে যাওয়া

খুলনায় সাংবাদিক বুলুর লাশ উদ্ধার

কালিয়াকৈর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ