সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পূর্বের কমিটি নতুন আহ্বায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
এসময় কমিটির আহ্বায়ক প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি, সদস্যরা মোঃ আব্দুল বারী, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার ও আবু নাসের মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ নতুন কমিটিকে স্বাগত জানান।
নতুন আহ্বায়ক কমিটির সভাপতি একুশে টিভি ও ইত্তেফাক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলাম মিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে একটি অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।