টপ টেন

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ২:৩৫:৫৩

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন গত মাসের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসের জন্য পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশে সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি উন্নত খাবার পরিবেশন, ড্রেসকোড মেনে চলা, ছুটি ও টিএ বিলের ন্যায্যতা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ বজায় রাখাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরে এটিএসআই/১৩৯ মোঃ মুজিবর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। সাতক্ষীরায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে এক বছর পূর্ণ করায় পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্য।

আরও খবর