আইন-আদালত

সাতক্ষীরা-কলারোয়া সীমান্ত থেকে ৩৮ বোতল মদসহ ৩ লাখ টাকার পন্য জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৭:৩২:০২

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় মদসহ প্রায় তিন লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালি, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির পৃথক এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২/৩-এস এর কাছাকাছি শ্বশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির টহলদল মেইন পিলার ১৩/৩-এস এর ০৫ আরবি পয়েন্ট সংলগ্ন কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়া মাদরা বিওপির দল মেইন পিলার ১৩/৩-এস এর ০৯ আরবি পয়েন্টের কাছে তেঁতুলতলা আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মদ আটক করে। পৃথক আরেক অভিযানে চান্দুরিয়া বিওপির টহলদল মেইন পিলার ১৭/৩-এস এর নিকটস্থ গোয়ালপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

বিজিবি জানায়, এসব অভিযানে মোট ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মদ, শাড়ি ও ঔষধ উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর