সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩৭:২৯
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।