সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৭ অক্টোবর) তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কুশখালী, কাকডাঙ্গা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান থেকে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল একই সীমান্ত পিলার এলাকার ভাদিয়ালী ও কেড়াগাছি নামক স্থান থেকে ৫ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ ও বোরকা আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও আনারস বাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
চান্দুরিয়া বিওপির দল গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির দল শ্মশ্বান ঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপির দল ইউনুসের ঘের এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির দল তেতুলবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির দল কালিয়ানী এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।
সব মিলিয়ে বিজিবি মোট ১০ লাখ ৬ হাজার টাকার বিভিন্ন ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করে।
বিজিবির এক কর্মকর্তা জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব দ্রব্য বাংলাদেশে আনছিল। এসব চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।