টপ টেন

সাতক্ষীরার মাধবকাটিতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৪:০২

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে যুবদলের উদ্যোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাধবকাটি বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুবনেতা তরিকুল ইসলাম সোহাগের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, শফিকুল আলম বাবু, আলী শাহিন প্রমুখ। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সহ-সভাপতি আলতাফ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ -সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রাজনীতির শিকার। অবরুদ্ধ জীবনে তাকে শারীরিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্লো পয়জনিং করা হয়েছিল। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আবারও মাঠে ফিরে আসেন।

আরও খবর