দেশজুড়ে

সাতক্ষীরায় ১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আটক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৫ অক্টোবর ২০২৫ , ১০:১৫:৩৩

পাচারের সময় ১৫ বোতল ফেন্সিডিলসহ ১ চোরাকারবারিক আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভোরে পাচারের সময় বিনেরপোতা বাইপাস মোড়ের বিসিকের গেটের সামনে এআটকের ঘটনা ঘটে।

আটককৃতের নাম মোঃ মুজাহিদুল ইসলাম (২৮)। সে আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মোঃ এনামুল সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, ভোররাতে সদরের বিনেরপোতা বাইপাস মোড়ের বিসিকের গেটের সামনে থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃতের নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর