সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে।
গত এক সপ্তাহে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন পদ্মশাখরা, ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে আয়োজিত সভায় স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদকদ্রব্যের কুফল ও যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় তুলে ধরেন। এসময় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণসহ প্রায় ৬০০ থেকে ৬৫০ জন উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে জনগণের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করা হয়। বিজিবিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বিজিবির এধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।