জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫ , ৪:০১:৪১
“এসো, দুনিয়া ও আখেরাতের শিক্ষায় জীবন গড়ি” -এই শ্লোগানকে ধারণ করে শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এইচ এম ওবায়দুল্লাহ গজনফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্যাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডি) মেহেদি হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী আবদুল্লাহ শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “রিয়েল কনসেপ্ট এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দুনিয়া ও আখেরাতের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আলোকিত সমাজ নির্মাণে কাজ করছে।”
কনফারেন্সে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।