জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫ , ১১:২৮:৪৪
মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম আরও জোরদার করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সিটিআইপি (CTIP) সদস্যদের দ্বিমাসিক সমন্বয় সভা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হলে রূপান্তর সংস্থার ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি সহায়তা, সমাজে পুনঃএকীভূতকরণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাটি পরিচালনা করেন সিটিআইপি সদস্য আসাদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান, কুমারেশ মন্ডলসহ সাতক্ষীরা সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সক্রিয় সিটিআইপি সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে চাকরির প্রলোভন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই ভয়াবহ অপরাধ প্রতিরোধে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, অর্থনৈতিক পুনর্বাসন, পুশ ও পুল ফ্যাক্টর শনাক্তকরণে বিশেষ গুরুত্বারোপ করেন।
সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস (কেডি) বলেন, “পাচারমুক্ত এক সুন্দর সমাজ গড়তে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে- যেখানে প্রতিটি জীবন হবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ।”
সভা শেষে উপস্থিত সদস্যরা পাচার সংক্রান্ত তথ্য দ্রুত আদান-প্রদান ও ভুক্তভোগীদের সহায়তায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ঐক্যবদ্ধভাবে একটি পাচারমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় রূপান্তর সংস্থা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।