সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আল মক্কা ড্রিংকিং ওয়াটার সাপ্লায়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার, ৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে আল মক্কা ড্রিংকিং ওয়াটার সাপ্লাইয়ার্সকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। অভিযানকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার বলেন- জনস্বার্থে খাদ্য ও পানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা