জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৬:২২
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ঘোনা, কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, হিজলদী ও কুশখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ঘোনা বিওপির টহল দল কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা এলাকা থেকে সীমান্ত পিলার-৬/৯ এস হতে ৫০০ গজ ভেতরে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল গোবিন্দকাঠি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির টহল দল বটতলা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ, তলুইগাছা বিওপির টহল দল মজুমদার খাল এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, মাদরা বিওপি কুলবাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ এবং পদ্মশাখরা বিওপি বেড়িবাঁধ এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেড়াগাছি ও ছয়ঘরিয়া এলাকা থেকে ২ লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ, একই এলাকার আরেকটি অভিযান থেকে ৬৯ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির টহল দল ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং হিজলদী বিওপির টহল দলও ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
সব মিলিয়ে বিজিবি প্রায় ৭ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় মদ, শাড়ি ও ওষুধ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে শাড়ি, মদ ও ওষুধ এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে আসছে। এর ফলে দেশীয় শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা করা হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে পরবর্তীতে ধ্বংস করা হবে।
স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।