দেশজুড়ে

সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ১০:১৬:৪১

আপনার চোখকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতালের সেমিনার কক্ষে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আফতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ও ঢাকা বারডেম হাসপাতালের আই কনসালটেন্ট ডাঃ খুরশীদ জামান এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান। দেশে বর্তমানে ১০ লাখ অন্ধ মানুষ আছে উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “মানুষের শরীরে চোখ এমন একটি অমূল্য উপাদান যা হারিয়ে গেলে আমরা বুঝতে পারি জীবনটা কত দুর্বিসহ। গ্রামাঞ্চলে ধান মাড়য়ের সময় অসংখ্য মানুষ চোখে ধানের আঘাত পান। চোখের ক্ষতি থেকে রক্ষায় চশমা ব্যবহারের তাগিদ দেন তিনি। এজন্য চোখের বিশেষ যতœ নেয়ার পরামর্শ দেন তিনি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মফিজুর রহমান ও অপসোনিন ফার্মা’র এরিয়া ম্যানেজার অসীম কুমার প্রমুখ। এসময় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কিত চোখের ছানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এসময় ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মো. কামরুজ্জামান রাসেল।

আরও খবর