জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫১:৫১
সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে আবারও সাফল্য দেখিয়েছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে আসামীবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে ৩০,০০০ (ত্রিশ হাজার) মার্কিন ডলার আটক করে বিজিবি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কলারোয়ার তেতুলতলা নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার করা হবে। খবর পেয়ে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে একটি চৌকস টহল দল কৌশলে ওই স্থানে অবস্থান নেয়।
অভিযানের সময় টহল দল সীমান্তের দিকে অগ্রসরমান এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মার্কিন ডলারের সিজার মূল্য ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আইনানুগ কার্যক্রম শেষে আদালতের নির্দেশক্রমে টাকা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিজিবির এ সাফল্যকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।