টপ টেন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৫ , ১০:১৮:৪৪

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাত লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০১ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী, তলুইগাছা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার শিশুতলা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি নিম্নোক্ত মালামাল জব্দ করে—

চান্দুরিয়া বিওপি: কলারোয়া থানার গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ।

তলুইগাছা বিওপি: কলারোয়া থানার চারাবাড়ি এলাকা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি।

মাদরা বিওপি: কলারোয়া থানার আনারস বাগান এলাকা থেকে ৫২,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি।

কাকডাঙ্গা বিওপি: কলারোয়া থানার ভাদিয়ালী ও মজুমদার এলাকা থেকে ২,২৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ।

বৈকারী বিওপি: কলারোয়া থানার নতুনপাড়া এলাকা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: কলারোয়া থানার ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ।

সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭,২৬,৫০০/- (সাত লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

আটককৃত মালামাল যথারীতি সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর মাদকদ্রব্যগুলো সাধারণ ডায়েরী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

আরও খবর