আইন-আদালত

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দজিয়াউল

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৮:৫০:৩৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযানে চার লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ২৪ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২/২ এস হতে ৩০০ গজ অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।একই দিনে কাকডাঙ্গা বিওপির বিশেষ দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৬ আরবি এলাকা সংলগ্ন কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।মাদরা বিওপির অভিযানে মেইন পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে ২০০ গজ অভ্যন্তরে কলারোয়া থানার কালিবাড়ি এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।এ ছাড়া হিজলদী বিওপির আভিযানিক দল মেইন পিলার ১৪/৩ এস সংলগ্ন হিজলদী মাঠ বাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী ঔষধ উদ্ধার করে।বিজিবি জানিয়েছে, এসব ঔষধ চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনতে চেষ্টা করছিল। মোট ৪ লাখ ২০ হাজার (৪,২০,০০০) টাকার মালামাল জব্দ করা হয়েছে।বিজিবি আরও জানায়, ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো

আরও খবর