প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনী সমন্বয়ে ঐকমত্য

- সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করছেন।শুক্রবার জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আব্দুর রউফ চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সাথে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে মাঠপর্যায়ের সব নেতাকর্মীকে নিয়ে কৌশলগতভাবে কাজ চলছে। তারা বলেন, দলীয় ঐক্যই বিজয়ের মূল শক্তি, আর সেই শক্তিকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নির্বাচন পরিচালনা করা হবে।নেতারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো, ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2025 Bangladesh Khabor24. All rights reserved.