টপ টেন

সাতক্ষীরায় পাঁচ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনবে স্বাস্থ্য বিভাগ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ১০:৩১:৪১

টিসিভি (Typhoid Conjugate Vaccine) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. রাশেদসহ সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে এই টিসিভি টিকাদান কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার মোট ৫ লাখ ৬ হাজার ৭৫৮ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৭৫০ জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ১ লাখ ৬৬ হাজার ৮ জন কমিউনিটি পর্যায়ের শিশু অন্তর্ভুক্ত।

আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ১৮ কর্মদিবসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে এবং পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে তথা গ্রাম ও শহরাঞ্চলের নিয়মিত ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালিত হবে।

টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিশুকে ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ “VAXEPI” (www.vaxepi.gov.bd)-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা পাবে, আর শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুরা নিকটস্থ স্থায়ী বা অস্থায়ী (আউটরিচ) ইপিআই কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

এছাড়াও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে টিকা না পেলে সে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকেও টিকা নিতে পারবে। টিকা গ্রহণের পর প্রত্যেক শিশু বা শিক্ষার্থী VAXEPI অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবে।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর। এই টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলে জেলার শিশুদের মধ্যে টাইফয়েডের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও খবর