টপ টেন

সাতক্ষীরায় নেক্সাস ফেস্টের উদ্বোধনে জলবায়ু সচেতনতা ও ঐক্যের বার্তা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৮:০২:২৭

জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’।

অ্যাকশনএইড বাংলাদেশ এর উদ্যোগে এবং সিডো-র আয়োজনে বুধবার (২৭ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম, জেডিএফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি এবং সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডোর প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ) এবং জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।

উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা, সামাজিক ঐক্য ও সহমর্মিতা জোরদার করা এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় বৃদ্ধি করা।

উৎসবের অন্যতম আকর্ষণ ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে স্থানীয় তরুণ সংগঠন এবং সরকারি ও উন্নয়ন সংস্থাগুলো উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেছে। এছাড়াও, তরুণদের গবেষণা, বিতর্ক এবং নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারসহ লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি, সামাজিক সংহতি বৃদ্ধির জন্য র‌্যালি, খেলাধুলা, ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা বিনোদনমূলক আয়োজনও করা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, নেক্সাস ফেস্ট ২০২৫ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের দিকনির্দেশনা দেবে। উৎসবটি অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া ১১টি স্টল পরিদর্শন করেন।

আরও খবর