দেশজুড়ে

সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০২৫ , ৮:৪৯:৫৩

সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ‘২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার সিইও, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, কার্যকারী সভাপতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ভারপ্রাপ্ত সভাপতি, নিরাপদ সড়ক চাই, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার শেখ হুমায়ূন কবির, ও অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

সভায় যে সকল সাতক্ষীরা পৌরসভার ভিতরে ইজিবাইক চলাচল বন্ধ, পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ে যাওয়ার পরে সাতক্ষীরা মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস দিঘীর পাড়, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম।

আরও খবর

সাতক্ষীরা জেলা তরুণদলের সহ-সভাপতি হলেন মাসুম বিল্লাহ্

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজিবির অভিযানে সাতক্ষীরার সীমান্ত থেকে ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

খুলনায় ফের যুবকের মরদেহ উদ্ধার