দেশজুড়ে

সাতক্ষীরায় জাতীয়াতাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৩:৩৯

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রবিবার বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বাহির হয় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র মার্কা ধানের শীষ। তারেক রহমানের মার্কা ধানের শীষ। আগামী নির্বাচনে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। আজকের এই র‌্যালি প্রমাণ করে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গণতন্ত্রবিরোধী কর্মকা- এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা।

র‌্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় সমাবেশ বা শৃঙ্খলাবদ্ধ র‌্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি,যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ। এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর