জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বদরুদ্দোজা। এসময় প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সাপোটিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রিগিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সমতা ফোরামের সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শাহিনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।