টপ টেন

সাতক্ষীরায় কিশোর গ্যাং লিডার শিমুলের হুমকিতে থানায় অভিযোগ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩০:৩১

সাতক্ষীরায় মাদকাসক্ত কিশোর গ্যাং লিডার শিমুলের বিরুদ্ধে ভয়ভীতি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শহরের দক্ষিণ পলাশপোল খুলনা রোড মোড় এলাকার বাসিন্দা মোঃ মাহাতাব উদ্দিন মল্লিকের ছেলে মোঃ শামিম আহসান।

অভিযোগ সূত্রে জানা যায়, শামিম আহসানের মালিকানাধীন সাতক্ষীরা সার্কিট হাউস সংলগ্ন মেহেদীবাগ ছাত্রাবাসে প্রায়শই বহিরাগত নিয়ে গিয়ে মাদক সেবন ও বিক্রি করতেন মেহেদীবাগ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে কিশোর গ্যাং লিডার মাদকাসক্ত শিমুল। এ বিষয়ে বাধা দেওয়ায় গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিমুল ক্ষিপ্ত হয়ে শামিম আহসানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে।

অভিযোগে আরও বলা হয়েছে, শিমুল তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানের পাশাপাশি ছাত্রাবাসে অবৈধ মালামাল রেখে প্রশাসনের মাধ্যমে হয়রানি করা, আগুন ধরিয়ে দেওয়া এবং সুযোগ পেলে হাত-পা ভেঙে ফেলারও হুমকি দিয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

শামিম আহসান অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলেন, “শিমুল একজন কিশোর গ্যাং লিডার এবং নিজেকে এলাকার ডন দাবি করে থাকে। তার হুমকির কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের জানমালের বড় ধরনের ক্ষতি হতে পারে।”

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর