জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৮:১৩
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর আয়োজনে এবং টেরেডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডস-এর অর্থায়নে সাতক্ষীরায় ‘শিশু যৌন শোষণ প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু নির্যাতন ও যৌন শোষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে অনলাইনে শিশু যৌন হয়রানি একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাই সময়োপযোগী উদ্যোগ হিসেবে আসক দীর্ঘদিন ধরে “স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন- এম্পাওয়ারিং চিলড্রেন অ্যান্ড কমিউনিটিজ (সুফাসেক) প্রকল্পের মাধ্যমে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো শিশু ও স্থানীয় কমিউনিটির সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করা এবং যৌন শোষণমুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তোলা।প্রফেসর মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক আসাদুজ্জামান মধু এবং আনন্দ টিভির প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, শিশুদের অনলাইন ব্যবহার পর্যবেক্ষণে অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অপরিচিতদের সঙ্গে যোগাযোগে সতর্কতা এবং কোনো ধরণের যৌন হয়রানির শিকার হলে দ্রুত আইনগত সহায়তা গ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।সভা পরিচালনা করেন আসক-এর সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আলিরাজ


















