মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৫ আগস্ট ২০২৫ , ৪:১৩:০২
দেশের অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন–এর সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার এবং বাংলানিউজ২৪–এর খ্যাতিমান সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মরণে চট্টগ্রামে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমীতে আয়োজিত এ শোকসভায় বক্তারা বলেন, সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। দেশের সংবাদ জগতে তিনি আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন।বক্তারা জানান, পেশাগত জীবনে নানা মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক চাপে থেকেও রিমন কখনো সত্যের পথ থেকে সরে যাননি। তিনি জানতেন সাংবাদিকতার এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু তবুও পিছপা হননি।শোকসভার আয়োজন করে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোকসভায় সভাপতিত্ব করেন সিআরএ সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন–এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদের
শওকত,বাংলাদেশ রেলওয়ের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ,বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক, কালের কণ্ঠ সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,প্রাবন্ধিক খন রঞ্জন রায়,সময়ের কাগজ আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা,বিশিষ্ট সংগীতশিল্পী আনিসুল হক রিপন,দৈনিক পূর্ব বাংলা সম্পাদক এম আলী হোসেন,ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি মুখপাত্র মুহাম্মদ আবু আবিদ,দৈনিক শাহ আমানত চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির,মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব মোঃ নুরুল কবির,সিআরএ প্রচার সম্পাদক রুমেন চৌধুরী
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরএ সহ-অ্যাপায়ন সম্পাদক শাফায়েত মোরশেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাইদুর রহমান রিমন ছিলেন সংবাদ জগতের এক সত্যনিষ্ঠ সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় উচ্চকণ্ঠ ছিলেন। সততা, সাহস এবং নির্ভীক সাংবাদিকতা তার জীবনের প্রধান বৈশিষ্ট্য। তরুণ প্রজন্মের জন্য তিনি হয়ে থাকবেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।