দেশজুড়ে

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক দুলু বহিষ্কার

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৭:০৬:০৩

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
শ্যামনগর উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে বলে স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে।
একইসঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওই উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শেখ নাজমুল হককে আহবায়ক মনোনীত করা হয়েছে এবং দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা প্রদান করেছেন।
প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিকভাবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আরও খবর