সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এবং বিকাল ৪টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন।
গাবুরায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম। অন্যদিকে পদ্মপুকুর ইউনিয়নে স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ)।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুপেয় পানির সংকট নিরসন, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গাবুরা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ, মাদক ও ডাকাত নির্মূল, ইউনিয়নের মধ্যস্থানে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ প্রতিটি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, লে. কর্নেল নাবিদ রিফাত মনজুর, পিএসসি, অধিনায়ক ৩৭ বীর
লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস পরিচালক ও অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া
এছাড়া মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক দল, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ
সভায় বক্তারা বলেন, গাবুরা ও পদ্মপুকুর হচ্ছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিনের জলবায়ু সংকট, বেড়িবাঁধ ভাঙন, সুপেয় পানির তীব্র সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, যুব সমাজের মাদকাসক্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে এ অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে।
তারা অবকাঠামোগত উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বক্তারা বলেন, সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে।
সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করেন যে, পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধান করা হবে।