কলকাতা (ভারত) প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৪:৩৬
ভারতের পশ্চিমবঙ্গে এই বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনে প্রথম ভাষার ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে OMR শিট পদ্ধতি।
চুঁচুড়ার একাধিক স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। তার আগে পরীক্ষার্থীদের সঠিকভাবে চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান, নতুন OMR শিটে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের উপকারে আসবে। নিয়মিত ও নিখুঁত অনুশীলনের মধ্য দিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা।প্রশ্ন সহজ হলেও বইয়ের ভিতর থেকে লাইন ধরে প্রশ্ন এসেছে।
শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, আগামী দিনে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এ বছর থেকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শুরু হয়েছে। আগামী দিনে চতুর্থ সেমিস্টারে বৃহত্তর প্রশ্নসমূহের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।